লক্ষ্য: BDIA (BTCL) পোর্টাল থেকে কর্পোরেট (company) অ্যাকাউন্ট ব্যবহার করে ডোমেইন অর্ডার করা।
ধাপ ১: অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশন
-
ব্রাউজারে গিয়ে এই লিংকে যান:
https://bdia.btcl.com.bd/home/login.jsp -
Register Now (রেজিস্টার) বাটনে ক্লিক করুন।
-
Continue করে রেজিস্ট্রেশন প্রসেস শুরু করুন।
-
আপনার মোবাইল নম্বর দিন (যেখানে ওটিপি যাবে)।
-
মোবাইলে পাঠানো OTP টি ভেরিফিকেশন ফিল্ডে বসান।
-
রেজিস্ট্রেশনের সময় Account Type বা Customer Type এ Company সিলেক্ট করুন।
-
অনুরোধকৃত ডকুমেন্ট আপলোড করুন: NID (representative) এবং Trade License।
-
সাধারণভাবে গ্রহণযোগ্য ফরম্যাট: PDF, JPG, PNG।
-
ডকুমেন্টগুলো স্পষ্ট ও পাঠযোগ্য হওয়া উচিত।
-
-
সকল প্রয়োজনীয় ফিল্ড (কোম্পানির নাম, ঠিকানা, ইমেইল ইত্যাদি) দিয়ে Registration Form পূরণ করে সাবমিট করুন।
ধাপ ২: ডোমেইন সার্চ ও অর্ডার
-
লগইন ও অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে Buy Domain বা Domain Search অপশনে যান।
-
এখানে আপনার চাওয়া ডোমেইন নাম লিখে সার্চ করুন (উদাহরণ:
example.com.bdবানাম.বাংলা)। -
ডোমেইন পাওয়া গেলে, Nameserver (নেমসার্ভার) ফিল্ডে আপনার ডোমেইন প্রোভাইডার অথবা হোস্টিং প্রোভাইডারের নামসার্ভার এড করুন (উদাহরণ:
ns1.yourhost.com,ns2.yourhost.com)। -
Buy Now (অথবা Submit Request) বাটনে ক্লিক করে অর্ডার সম্পন্ন করুন।
ধাপ ৩: পেমেন্ট ও এপ্রুভাল
-
প্রয়োজন হলে পেমেন্ট করুন (পেমেন্ট অপশন যদি থাকে)।
-
অর্ডার সাবমিট করার পর Approval এর জন্য অপেক্ষা করুন — কর্তৃপক্ষ আপনার ডকুমেন্ট ও আবেদন যাচাই করবে।
-
যাচাই প্রক্রিয়ায় সাধারণত কিছু সময় লাগতে পারে (প্রশাসনিক কারণে)।
-
যাচাই শেষে ইমেইল/পোর্টালে স্ট্যাটাস আপডেট করা হবে।
প্রয়োজনীয় নোটস ও টিপস
-
ডকুমেন্টের কপি স্পষ্ট ও সঠিক হতে হবে — অস্পষ্ট কপি থাকলে আবেদন স্থগিত বা প্রত্যাখ্যাত হতে পারে।
-
Nameserver দিয়ে না রাখলে ডোমেইন সক্রিয় হলেও ওয়েবসাইট লোড হবে না — সেক্ষেত্রে DNS সেটআপ করতে হবে।
-
যদি ডোমেইন অ্যাভেইলেবল না থাকে, ভিন্ন নাম বা ভিন্ন এক্সটেনশন (.com.bd, .org.bd, .বাংলা) চেষ্টা করুন।
-
রেজিষ্ট্রেশন/অর্ডার সম্পর্কে আপডেট পেতে আপনার রেজিস্টার্ড ইমেইল ও মোবাইল চেক করুন।
সমস্যার সমাধান (Troubleshooting)
-
OTP না এসে থাকলে: মোবাইল নম্বর সঠিক আছে কিনা চেক করুন; স্প্যাম/ব্লকিং নেই কিনা যাচাই করুন।
-
ডকুমেন্ট আপলোডে সমস্যা: ফাইল সাইজ খুব বড় হলে কমিয়ে (recommended ≤ 5MB) পুনরায় আপলোড করুন।
-
Approval দেরি হলে: পোর্টাল-এর এলার্ট/মেসেজ দেখুন অথবা BTCL সাপোর্টে যোগাযোগ করুন।
স্ক্রিনশট প্লেসহোল্ডার (KB-এর জন্য)
-
লগইন পেজ (https://bdia.btcl.com.bd/home/login.jsp)
-
Register Now বাটন ও Continue স্ক্রিন
-
OTP ভেরিফিকেশন ফিল্ড
-
Company টাইপ সিলেকশন এবং ডকুমেন্ট আপলোড ফর্ম
-
Domain Search / Buy Domain পেজ (search box)
-
Nameserver ফিল্ড ও Buy Now বাটন
-
Order Confirmation / Pending Approval স্ট্যাটাস স্ক্রিন