Please give customer to this link: How to create a subdomain | dianahost
এখন এই ঠিকানা ব্রাউজারে টাইপ করলে আপনার সাইটের রুটে তথা public_html (লিনাক্স হোস্টিং যদি হয়) “examples” নামের ফোল্ডারে (ডিরেক্টরিতে) যা রাখবেন সেটাই একসেস করবে।
- cPanel এ লগিন করে “File” বিভাগ থেকে “File Manager” লিংকে গেলে public_html এ যেকোন নামে ডিরেক্টরি তৈরী করা যায়। “Subdomain” টেক্টবক্সে যে নাম দিবেন একই নামে ফোল্ডারটি তৈরী করতে হবে।
- আপনি যে হোস্টিং প্যাকেজ কিনবেন সেটাতে ঠিক করা থাকবে কতটি সাবডোমেইন আপনি তৈরী করতে পারবেন। বছরে ২/৩ হাজার টাকা দিয়ে যে প্যাকেজগুলি আমরা কিনি সেগুলিতে সাধ্যারনত ৪/৫ টির বেশি সাবডোমেইন তৈরী করতে দেয়না। এমনকি একটাও না থাকতে পারে। কাজেই হোস্টিং কেনার আগে জিজ্ঞেস করে নিবেন “কয়টা সাবডোমেইন তৈরী করা যাবে?”
Create a Subdomain
- Log into your cPanel.
- Go to the Domains section and click on Subdomains.
- Type in the name of the subdomain and select the domain to create it under. It will automatically create a folder for the subdomain in your public_html folder.
- Click the Create button.