📰 News Portal Photo Card Plugin – Client Communication Guide
Greeting Message
Hi Rasedul! ভাই, আপনার কি নিউজ পোর্টাল ওয়েবসাইট আছে? থাকলে আপনার নিউজ সাইটের লিঙ্কটি শেয়ার করুন।
Common Questions & Responses
1. এটা কিভাবে কাজ করে?
এটা একটি WordPress Plugin। এটি ওয়ার্ডপ্রেস নিউজ পোর্টাল ওয়েবসাইটের সাথে কাজ করে। সাইটে নিউজ পোস্ট করলে, সেটার একটি সুন্দর ফটোকার্ড অটোমেটিকভাবে তৈরি হয়, যা আপনি ডাউনলোড করতে পারবেন।
📹 ভিডিও দেখুন:
2. কয়টা ডিজাইন আছে?
ভাইয়া, আমাদের প্লাগিনে ৬টি ডিজাইন রয়েছে।
আপনি যেকোন ডিজাইন ব্যবহার করতে পারবেন এবং চাইলে পরে অন্য ডিজাইনে পরিবর্তন করতে পারবেন।
নিজে নিজেই বিজ্ঞাপন ও ডিজাইন টেমপ্লেট পরিবর্তন করা যায়।
🎨 ডিজাইন দেখুন:
https://diana.cx/5ztpp
3. কিছু সাইটের ডেমো দেখতে চাই
ডেমো সাইটের উদাহরণ:
4. দাম কত?
-
💰 ৳1000 (এককালীন পেমেন্ট) – একবার কিনলে আজীবন ব্যবহার করতে পারবেন।
-
💰 ৳5000 – আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহারের জন্য।
একটি লাইসেন্স = একটি ওয়েবসাইটের জন্য।
5. কিভাবে পেমেন্ট করবো?
পেমেন্ট করুন নিচের যেকোন পার্সোনাল নম্বরে:
📱 বিকাশ / নগদ / রকেট: 01989630051
6. ওয়েবসাইট নাই, পেজে ব্যবহার করা যাবে কিনা?
না স্যার, এই প্লাগিনটি শুধুমাত্র WordPress নিউজ ওয়েবসাইটের জন্য।
7. ডেলিভারি কিভাবে পাবো?
ডেলিভারি তিনভাবে দেওয়া হয়:
-
ক্লায়েন্ট ওয়েবসাইটের Admin Panel Access দিলে আমরা সেটআপ করে দিই।
-
ক্লায়েন্ট AnyDesk ID দিলে কানেক্ট হয়ে সেটআপ করে দিই।
-
চাইলে ক্লায়েন্টকে Plugin File দেওয়া হয়, তিনি নিজে সেটআপ করবেন।
8. অতিরিক্ত তথ্য
-
ক্লায়েন্ট চাইলে ফটোকার্ডে বিজ্ঞাপন যুক্ত করতে পারবেন।
-
সব সেটিংস ক্লায়েন্ট নিজেই পরিবর্তন করতে পারবেন (বিজ্ঞাপন, ডিজাইন ইত্যাদি)।
নোট
ক্লায়েন্ট যত টাকায় প্লাগিন নিতে রাজি হন, সেই তথ্য সঠিকভাবে টিমকে জানাতে হবে।